গান : ভালোবাসার নাও
কথা : বিলাল হোসাইন নূরী
সুর : আব্দুস শাকুর তুহিন
শিল্পী : রাফা, মাহজুবা, মুমতাহিনা, মাফরুহা, তাশফিয়া, তারান্নুম, তাফরিহা, তাইফা ও আফিয়া
পরিবেশনায় : মল্লিক একাডেমি
কম্পোজ : জুলকার নাইন
স্টুডিও : ইনোভেশন
সিনেমাটোগ্রাফি : সি এম মামুন
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : সারওয়ার হোসেন
পরিচালনা : শেখ নজরুল
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
******* লিরিক্স *******
ভালোবাসার নাও
বিলাল হোসাইন নূরী
আয় কে যাবি ঈদের মাঠে (রাফা)
ফেরদাউসের গাঁয়ে
সবুজ রঙের পাল উড়িয়ে
ভালোবাসার নায়ে— (মুমতাহিনা)
তাকাব্বালাল্লাহ !
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
পথের পাশে ফেরেশতাদের সারি— (মুমতাহিনা)
তাদের হাতে হাত মিলিয়ে
ফিরবে সবাই বাড়ি। (মাফরুহা)
পাপগুলো আজ শিশির হয়ে (ইজাফা)
ঝরবে পায়ে পায়ে৷
দিনের সিয়াম, রাতের কিয়াম
বন্ধু ছিল যার—
আজ— দূর আরশের মহান মালিক
বন্ধু হবেন তার। (ইজাফা)
কারও হাতই থাকবে না যে খালি—(রাফা)
আকাশ থেকে নামবে হাজার
উপহারের ডালি । (মুমতাহিনা)
আলোয় বোনা ক্ষমার চাদর (ইজাফা)
বসন হবে গায়ে॥