জনপ্রিয় তিন শিশু শিল্পী আহনাফ আদিল শাফী, মুজাহিদুল ইসলাম ও এম এম শাফিন হাসানের কণ্ঠে জাগরণী গান ‘আলোময়‘

✍কথা : হাসান তারিক

🔹সুর : আব্দুল্লাহ আল হিশাম

🔸শিল্পী : আহনাফ আদিল শাফী, মুজাহিদুল ইসলাম ও এম এম শাফিন হাসান

স্টুডিও : ইনোভেশন

সাউন্ড ডিজাইন : আমির হামজা

সিনেমাটোগ্রাফি : সজল ইসলাম

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারি : এ কে জিলানী

পরিচালনা : শেখ নজরুল

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

** লিরিক্স **

আমরা কিশোর

আমরা নবীন,

আমরা আলোময়

জ্ঞানের আলোয়,

গড়ব জীবন,

হবেই মোদের জয়।

আমরা হব,

ওমর খালিদ,

মুসা তিতুমীর।

বিশ্ব সভায়,

গড়ব আসন,

দিক বিজয়ী দিক।।

(আবার)

আমরা সকল,

বাধা ভাংব,

রাখবনা দিলে ভয়।

ভাংগা চোড়া,

এই সমাজে,

ছোয়া পাবে আলো।

ঘোনে ধরা,

এই পৃথিবির,

দুর হবে সব কালো।।

নতুন করে,

গড়ব সমাজ,

রইবেনা কোন সংসয়।।