জনপ্রিয় শিল্পী আহনাফ আদিল শাফীর কন্ঠে শিশুদের শিক্ষামূলক অসাধারণ গান

🎵গান : ❝যে গানে শেখার কিছু নেই❞

✍কথা : মতিউর রহমান মল্লিক

🔹সুর : জাফর সাদিক

🔸কভার : আহনাফ আদিল শাফী

সাউন্ড ডিজাইন : আমির হামজা

অডিও রেকর্ড : ইনোভেশন ষ্টুডিও

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : এ কে জিলানী

পরিচালনা : শেখ নজরুল

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

***** লিরিক্স *****

যে গানে শেখার কিছু নেই

যা শুনে লেখার কিছু নেই

সে গান আমি শিখবো না

সে গান আমি লিখবো না

সে গান আমি গাইবো না (ভাই)

কোন কিছুতেই ।

ভ্রান্ত পথিক পথ খুঁজে পায়

যে গান গেলে

সান্ত¡না পায় অশান্ত কেউ

যে সুর পেলে

সে গানেরই গায়ক হব

সে সুরেরই সাধক হব

সবার অলখেই ।

অলসতার অন্ধকারে যে গান মনে

কাজের কথা স্মরণ করায় ক্ষণে ক্ষণে

সে গান আমি করবো তো

সে সুর আমি ধরবো তো

নিজের গরজেই ।

আল কুরআনের আলোর দিকে

যে গান ডাকে

চিরকালই সফলতার ছবি আঁকে

সে গান আমি ছাড়বো না

কে বলে তা পারবো না

একটু চেষ্টাতেই ।